বিধিবদ্ধ সতর্কীকরণ :- তুমি
রোগের আশঙ্কা :- আমি
তুচ্ছ তাচ্ছিল্যের ভিড়ে, তোমার
পানসে অভিনয়ের হলুদ প্রতিফলনের,
লাল গোলাপের রঙের লজ্জা কালো হয়ে
বেনামী আগুন তোমার চামড়া ধরে,
দগ্ধ ছায়ার এপাশে আমায়,
আরেক মৃতদেহের পাশে করে
---- বিদগ্ধ...।।
ইচ্ছে হয়, পোড়া সিগারেট
সেঁটে ফুটো লেবেলের গায়ে,
বলি আমি শালা আরেক
জেহাদি 'হারামের' বুকে তোমার...।।
ছুঁড়ে দাও দেওয়ালে বমির দাগ,
কবিতার আঁকিবুঁকি কেটে,
দগদগে ঘায়ের পুঁজে তোমার
টেকা দায় আমার আতলামি সাজে...।।
বলাই বাহুল্য ঢেউ নেই আজ পাহার ভাঁজে,
তবু টান রাত হলে মায়ার বেহেস্তে,
আমি আর পারিনা সাঁতার শিখে যেতে
এবার চাই -------------------
এক জীবন্ত শরীর আমার তলায় রক্ত খেতে......।।
-Arijit Nandi (10th November)
- Get link
- X
- Other Apps
Comments