বন্ধু আয়....
হয়ত আজও তোর টিফিন খুলে,
লুকোচুরি খেলা,
ঘন্তা পরার আনন্দে তোর
গলা জরিয়ে ধরা,
ছুটির শেষে আনন্দের বেশে
পাশের মাঠে দৌড়,
কাটা ছেঁড়া পায়ে আমার
তোর শৈশবের আদর,
নরম সুরে কেদে উঠে
জামা টানিস আমার,
বেঞ্চের উপর একই সাথে
শাস্তি ছিল দারুন...
হঠাথ করে একদিন
নতুন পোশাক পরে,
খোলা হাঁটু ধেকে গেল,
বড় হওয়ার টানে,
নিষিদ্ধ কিছু আবেগ
দূরে করে দিল,
টিফিন তার বক্সে এখন
একলা পরে রইল...।।
--Arijit Nandi ( 21st August, 2011)
- Get link
- X
- Other Apps
Comments