আকাশ ছোঁয়া....
আমার রাত জাগা তারা,
তোমার আকাশ ছোঁয়া বাড়ী,
আমি পারিনা ছুঁতে তোমায়,
আমার একলা লাগে ভারি...।
মন খারাপ আমার, নানা অছিলায়
তোকে ছুঁতে ঝাপ দিল, উঁচু বারান্দায়,
তবু তুই স্বার্থপর বড্ড,
আমায় দিলি সময় কিছু বরাদ্দ,
আমি কি তবে আজও আকাশের গায়ে,
বৃষ্টি হয়ে তোকে ছোঁয়ার দায়ে;
আমার রইলনা আর ব্যাথা,
সাব দিলাম তোকে যত অব্যাক্ত কথা...।।
-- Arijit Nandi ( August 17, 2011)
- Get link
- X
- Other Apps
Comments