নিরাকার নির্ভীক সৈনিক অগণিত তোমার খাতা জুড়ে
ভুলে ভরা পাটীগণিত, অক্ষরে অক্ষরে তার
তোমার ঝুলে পড়া মৃতদেহের পচা গন্ধ।
তোমার জানা তবে শেষ নয়, সেখানে
আমার, ওনার, পাশের বাড়িরও তরিতরকারির
হলদে দাগ লাগা।
মরছে কে? কেন, সাদা রঙের ইঁদুর গুলোর ঝলসানো পিঠ।
তোমার পোষা কাকের ঠোঁটের ধাক্কায় তারা
এদিক ওদিক ছুটে, গুপ্তধনের গর্তে।
বারান্দায় তখন বায়েসের দল, আরাম করে
বাসি পায়েসের নিমন্ত্রণে, দল বাঁধে;
আর ঠিক তখনই আগুন জলে ওঠে ওপাশের
জলাধারে। সম্ভব? নয় কেন?
তার ধারা যদি হিংস্র হয়, তবে কেউ তো তাকে রুখতে চায়,
প্রতিরোধ যদি বাধ ভাঙ্গে, তবে আগুন জ্বালতে কে না জানে।
ভুলে ভরা পাটীগণিত, অক্ষরে অক্ষরে তার
তোমার ঝুলে পড়া মৃতদেহের পচা গন্ধ।
তোমার জানা তবে শেষ নয়, সেখানে
আমার, ওনার, পাশের বাড়িরও তরিতরকারির
হলদে দাগ লাগা।
মরছে কে? কেন, সাদা রঙের ইঁদুর গুলোর ঝলসানো পিঠ।
তোমার পোষা কাকের ঠোঁটের ধাক্কায় তারা
এদিক ওদিক ছুটে, গুপ্তধনের গর্তে।
বারান্দায় তখন বায়েসের দল, আরাম করে
বাসি পায়েসের নিমন্ত্রণে, দল বাঁধে;
আর ঠিক তখনই আগুন জলে ওঠে ওপাশের
জলাধারে। সম্ভব? নয় কেন?
তার ধারা যদি হিংস্র হয়, তবে কেউ তো তাকে রুখতে চায়,
প্রতিরোধ যদি বাধ ভাঙ্গে, তবে আগুন জ্বালতে কে না জানে।
Comments