By
Amaar Kobita
আবোলতাবোলের অবেলার প্রলাপ,
মুখোমুখি মুখোশের বিনিময় আলাপ,
নিরন্তর প্রশাখার অগ্রবাহী ভুখ
বড় গভীর লেগেছে -
জলের উপর হাওয়ার অসুখ।
একশো গাড়োয়ানের সজোরে হানা
পদাতিকের নীরব পশ্চাদ ছলনা,
তবু বিরামহীন আরও দৃশ্য
নগ্ন তোমায় সত্যি লাগে বেশ তো।
তবে জাহ্নবীর পরিত্রাণে আর কেন জলধারা
সেখানে কাঁদছে কাঁদুক আলোকবর্ষ,
আলপিনেরও ব্যাথা লাগে, যদি বিরক্ত হয়,
বর্তনী জুড়ে তড়িতের অভাব
- দুর্বার তো আজ চাঁদের আলো
পরিযায়ীর রূপকথা আসলে নর-হর্ষ......।।
- অরিজিৎ নন্দী (১৪ই জুলাই, ২০১৩)
- Get link
- X
- Other Apps
Comments