Skip to main content

Posts

Showing posts from October, 2012

25th October, 2012

তোমার অন্তিমে জন্মেছিলো যা শব্দ-কিছু, আমার গহন অনুরাগের পথ সীমানার বাইরে; আমি বিহঙ্গ-বিহীন কিছু জমা অভিমান বয়ে আমারই লিখেছি আরেক যবনিকা কাব্য; সেথায় আমার মান আমারই দায়, আমার পরাজয়, আজি তোমার সুর বেঁধে যা কিছু গাইছি দেখ চেয়ে, কিছু কুড়িয়ে রাখা টুকরো কান্না, আমার দাবানলের ক্ষমার পানে চেয়ে......।।

7th October, 2012

দেওয়ালের নোনাগুলো খুঁটে খেতে খেতে মনে হল, যেন শৈশবের উদাসীনতা গুলো, যা ঢাকা ছিল ছলনাহীন শিশু অভিনয়ের নিখুঁত নাট্য দৃশ্যে; আজ সেগুলোর সত্যি চিনির অভাব, আর তাই, একলা থেকে একলা হয়ে চলেছে যেমন ফেলে যাওয়া ঢেউয়ের পরে বালির চাদর তেমনি আমিও কথাও উদ্ভ্রান্ততাকে অস্বীকার করার জেহাদ বুনে চলেছি, হাজার হাজার নগ্ন বুকে, যৌনতাকে যুক্তি-দানের খেলায়...।।

29th September, 2012

Amay kamre rokto chuse dekho, -- amar hemoglobin katota kalo, Sekhane nuner kato ache bhagidar, --karon amar jounota, tomar nosto godder hatiyaar.. Khide pele chut te thaki tomar Sobbho somajer dokane, Paisa pele mitle khide, amar asobbho hate besh lage.. Jekhane khabarer dam eki palte ronger sathe othe, Sekhane amar magoj bhaja dedar khide lote, Tobu mit te giye na meta ash, sei meki charpash, Ami sudhu jani testa pele, jol khaoa kake bole..

28th September, 2012

কেন আজও ভিজে চোখে খুঁজতে হয় তোমায় কবরে বন্দী দিনগুলোর আলো ঢাকা পাতায়, কেন আজও আমার রক্ত আমি পান করে চলি তোমায় আমার সাদা দেহ উপহারের আশায়... গলির ভেতর যত বেড়েছে ধোঁয়া, ধাধিয়েছি হাতড়ে যখন পেলাম তোমার ফেলে যাওয়া শুধু অশরীরী স্মৃতি গুচ্ছের বেয়ারা আবদার, আমার কফিনে বেড়েছে তত মৃতের দাবিদার......।।

28th September, 2012

তোমার শূন্য থেকে আমার জমে ওঠা অভিমানের ঘর বাধা শুরু, সেখানে পূর্ণিমার চাঁদের ব্যথাতুর ন্যাকামি ইচ্ছে করলেই হাত-রুমালের কোণে বাঁধা হয়ে পরে; আর তুমি মহাকাশে খুজতে থাকো বোধহয় আমার মাটির ভাঁড়ের ভেজা প্রেম......।। (-- আমার সকল বিছানার জন্যে...)