Skip to main content

Posts

Showing posts from July, 2012

দ্বিতীয় জন্ম - 23rd JULY, 2012

আমি অবিনশ্বর হতে চেয়ে যখনই হেঁটেছি পথ, অবিরত আমায় বেঁধেছিল তোমার অহমিকার কিছু বেমানান শব্দচয়ন, যার কোথাও আমি বড় তুচ্ছ ব্যাকরণ-সম কেবলই প্রহেলিকার...।। নিপীড়ন আসে বয়ে চলা স্রোতে, শুখনো মালার ক্ষয়-লিপির বিপরীতে; দৃষ্টি কোথাও হার মানায় দিগন্তেরও দম্ভ আজি সেথা বেআবরু আমার দ্বিতীয় জন্ম...।।

21st July, 2012

কখনও জড়িয়ে থাকা চাদরের গরাদখানার মাঝে সকালের সংশোধন আমাকে দেখে ডাকে, কুয়াশার স্নান-এ ভিড় করে জমে থাকা ভেজা ধুলো আর ঘাস নামের চিরকালীন বিরক্তি নির্মূলক কাক সেজে কিছুটা অন্ধকার ঢাকে...।।

দেহাঙ্গ - JULY 14, 2012

এভাবে শীতের রাতে পারদ নামানো পাতে দেকে তোলে আমায় দেওয়াল ডাক... ঘুম ভেঙ্গে সে যে আলপিনের কাছে ছিদ্র ভালোবেসে যাক... ঝোলানো খাতার নাম পাতা হারানো খোঁজে এভাবে রাত জাগি আমি রোজ রোজ... শুনতে নাই বা চাই গেলাসে ছলকাই কান্না গুলোর কেনা বাক্সদানি... তবুও কাঁদো কেন মেঘ নয় অকারণও যেন তোমারই দেহ --দামী... চোখের আবছা দেওয়াল-জোড়া শূন্য বুকে এফোঁড় দশ-পাঁচের কাহানিওয়ালা আমাকে দাও... উড়তে ডানা, মেলতে দাও পায়ের জমিয়ানা তবু শিকল লাগে আপন ভারী বাস্তব শর্তখানা... রোদ আসে আবারও রাত, আমারই কেবল উষ্ণ প্রতিঘাত যখন বিকেল কষে আমারই অঙ্ক বন্ধ ভাবনার --তুমি... আর মিলতে না চাওয়া -- দেহাঙ্গ.........।।

Obhisaar.... JULY 9TH, 2012

Kakhono kakhono sudhu raat, Chador dheke abhisar, Tomar duar khanir byatha Aji galpo sonay amar.. Ami tobu baste chai, Kichu valobasar gaan, Ami ekhono je hote parini Chokher joler abhimaan.. Tai chutche amar hridoy Riddho haye barbebar Sohure path chere samne takay Tomay paoar abdar.. Khoti nei jodi aso abar Milbo takhon ei thote, Ami rekhechilam jotne jethay Amar angul oi buke.. Eke eke ase, bristi gulo Hate haat miliye, Klanto noy barong ora Jay tomake vijiye. Ami tai abar duchokhe Nirlojjo hote vay paini, Sudhu gopon karei joriye tomay Megher aral karini.. Chalo harai abar sondhebela Alor majhe khuji alo, Neon batir jhor jhaptay Khola chulei tumi valo.. Dukkho nei jodi maron ase, Jani tobu ami beche, Tomar chokher kajol ghete Ami achi oi -- thote mishe.. Duhat mele chalo haway chuti Ajke abar fire jai, Jekhane chilam pasapasi, Natun karei gaan gai.. :)

July 11, 2012

আমি দুর্ভাগা তাই সমান্তরাল ভেবেছিলাম, আসলে দুপায়ের মাঝের পথ টা ভীষণ ত্রিকোণ; তার দৈর্ঘ্য ব্যাস্তানুপাতিক তার ভারসাম্যে, আর সেখানেই দ্বন্দ্ব বাঁধায় এসে তারতম্য...।।