বেডরুম চাপা গন্ধ তোমার
হিসেব কষতে আঙ্গুল অসাড়
তবু গল্প পাতায় পাতায়
ঘর বেঁধে নেয় মূক ভূমিকায় ।
আমি নায়ক, দৃশ্য আমার
হামাগুড়ি দেয়, ভাবনার ভার
খেলনা গাড়ির হেডলাইটে
ঝলসানো চোখ চায় পালাতে
সামনের বাঁকে মৃত্যু সেজে
কামুক শরীর প্রমাদ ভাজে...।।
- Arijit Nandi ( 16th Jan, 2012 )
- Get link
- X
- Other Apps
Comments