দোকান-দ্বার...
ঠকিয়ে নেওয়া খবর মেখে,
-ফেলে রাখা ঠোঙা,
উপুড় করেও মেটেনা ক্ষুধা
স্বপ্নের মতই সে কাহিল...
তবু বিশ্রী হয়ে ওঠা, জং ধরা
-ঘড়ির ডায়াল-এ লেখা নাম,
একদিন দেখা পাবো, কোন বহুতলের কুপ-এ।
নিস্বঙ্গ অবেলার বাড়া ভাত,
ডালের সাথে লজ্জা নিবারন,
দুরন্ত ভুখ তবু না মেটে,
সুখী থাকার কি দারুন অভিনয়।
ওপারে তুমি রাজকন্যার বোকাসোকা ভাবে,
আমি লড়ব, জিতব, আমার কপালের অভাবে...
নিছক কাহিনী, জানি তবু মানি,
হাজার বছর পরেও তা হলুদ পাতায় শুনি ।
বলাই তো যেত, আজ ধর্মঘট, দোকান বন্ধ,
আমার বেচাকেনার মাংসের দলায়
জমতনা দুর্গন্ধ...
দীর্ঘকায় জামা জুড়ে, পোশাকি নামে
আমি দিলাম দোকান বেচতে মন,
আস্রয় ছিল, গাছের ওপরে উঁকি মেরে
রোদের একটা রঙ, আঁকার ভুলে ফিকে ।
তবু টাটকা গরাদের বাক্সে ভরা
যাচ্ছেতাই জমছে দুর্বোধ্য হিড়িকে...
আসবে ? তবে এসো ? হাত বসিয়েছি দেখ,
তুমি একাই রক্ত মেখে নিজেই সাজবে কেন
কখনো আয়না ছেড়ে রঙ মুছে
কীভাবে আত্মহত্যা হয়, সে কি জানো...... ??
-Arijit Nandi (3rd Jan, 2012)
ঠকিয়ে নেওয়া খবর মেখে,
-ফেলে রাখা ঠোঙা,
উপুড় করেও মেটেনা ক্ষুধা
স্বপ্নের মতই সে কাহিল...
তবু বিশ্রী হয়ে ওঠা, জং ধরা
-ঘড়ির ডায়াল-এ লেখা নাম,
একদিন দেখা পাবো, কোন বহুতলের কুপ-এ।
নিস্বঙ্গ অবেলার বাড়া ভাত,
ডালের সাথে লজ্জা নিবারন,
দুরন্ত ভুখ তবু না মেটে,
সুখী থাকার কি দারুন অভিনয়।
ওপারে তুমি রাজকন্যার বোকাসোকা ভাবে,
আমি লড়ব, জিতব, আমার কপালের অভাবে...
নিছক কাহিনী, জানি তবু মানি,
হাজার বছর পরেও তা হলুদ পাতায় শুনি ।
বলাই তো যেত, আজ ধর্মঘট, দোকান বন্ধ,
আমার বেচাকেনার মাংসের দলায়
জমতনা দুর্গন্ধ...
দীর্ঘকায় জামা জুড়ে, পোশাকি নামে
আমি দিলাম দোকান বেচতে মন,
আস্রয় ছিল, গাছের ওপরে উঁকি মেরে
রোদের একটা রঙ, আঁকার ভুলে ফিকে ।
তবু টাটকা গরাদের বাক্সে ভরা
যাচ্ছেতাই জমছে দুর্বোধ্য হিড়িকে...
আসবে ? তবে এসো ? হাত বসিয়েছি দেখ,
তুমি একাই রক্ত মেখে নিজেই সাজবে কেন
কখনো আয়না ছেড়ে রঙ মুছে
কীভাবে আত্মহত্যা হয়, সে কি জানো...... ??
-Arijit Nandi (3rd Jan, 2012)
Comments