Skip to main content

Posts

Showing posts from May, 2012

10th May, 2012

রুপকথাকে reshape করতে গিয়ে ভয় পেলাম...।। আতকে উঠলাম...।। রাজকন্যা নামক বস্তুটি আজ নিতান্তই একটি abstract formation of emotional modules.. ধরতে গেলাম পালিয়ে গেল...।। তার হাজার বছরের সাদা রঙের protagonism আজ শেষ, কারন সে অন্তঃসত্ত্বা...।। তার গর্ভে ধারিত আজ ব্যাভিচার, এক বাক্স রঙিন খুনিমত্তা, আর কিছু raped সরঞ্জাম, প্রেম খেলার জন্য...।। আর রাজপুত্তুর নিজেই যেন মেরুদণ্ডের Parkinson-এ ভুগছে...।। গল্প এক, চরিত্র সমান, উচ্চতারও নেই বিভেদ, শুধু দেওয়ালের যে পাশে নিষিদ্ধ, সেখানে চলে ছলনার স্তনপান...।। এক আসলে, দুই-ও আসে, দুই কে সরালে, তিন-ও আসে...।। শুধু তার অভাবটাই মেটে না...।। আর আমার রূপকথা নষ্ট হলেও তার দায়ভারের courtesy চাওয়া আজ হাজতবাস, আর বিশ্রী শব্দ...।।

আর্দ্র-ছায়া...... 3RD MAY, 2012

আর্দ্র-ছায়া...... তোমার গর্ভপাতের আর্দ্রতায় অ-ভূমিষ্ঠ রক্তপাত যখন নামতা পড়ে অঙ্ক মেলানোর বুদ্ধি গুনতে থাকে, নিভৃতে ঘটে বিপ্লব, মননের তরবারি হতে । তোমার আবিষ্ট লালদাগে পন্থার কারখানায়, যখন আগুন লাগায় আমার বিপরিত হওয়ার আনন্দ, সেখানে দ্যুতি তার অপ্রয়োজনীয় লজ্জা নিবারণে নিরন্তর প্রচেষ্টার একখানি দংশন মাত্র - পরিচয়ে । মেঘ, বৃষ্টি, রোদ, চক্রে রঙের কাল-বানীর অহমে, তুমি কেবলই ছায়ামাত্র জীবন থেকে মৃত্যুতে, তবু অদৃশ্য --------- প্রতিফলনের নির্লজ্জ নগ্নতাতে......।। --অরিজিৎ নন্দী ( ৩ রা মে, ২০১২ )

13th May, 2012

Keboli ami sudhu bhabi mone, Tomari chaya, ase kon khone, Abaro puray mor majhe more Eki hay soda bicharo tomar, Amar porane sunnyo aloye Basa khani bhase, mando meghe Baripat nahi chahi ankhi majhe Dorbare aj nei tumi saje, Keboli khoje birohe kator Mon sudhu tomaro arohon, Tobuo nahi mone pore more, Aso nai aro ekbaro fire, Sukher chaoyay ami aboheli Dekhibo tomar mukhomaala, Eso hride mor, aro kichu khon Morono mitak aji porajoy jwala......

29th April, 2012

বিধুর কিছু ক্ষণে অলীকের রোমন্থন, অন্ধকারের হানাদার কারাগারও দরবারী । আচ্ছন্ন পর্দায় গিলেতিনের ধার আছড়ে পড়া নরমুণ্ড অসার, বিদূষক সেথা সভালয়ে অশ্রু মায়াজালে রুপান্তর খেলায়; তবু মৃত্যু থামেনা চলমান, কখনো আত্মহত্যা -- অভাবে আত্মসম্মান...।।

বিবিধ আলিঙ্গন.... 25TH APRIL, 2012

বিবিধ আলিঙ্গন পারদত্তর উষ্ণতার জলীয় বাষ্পে ভেদাভেদের অনুকূলে প্রশ্ন-স্রোত, সদ্যস্নাতা তুমি আলিঙ্গনাবদ্ধ কারাগার হয়ে আত্নগ্লানিময়ী, আমার সম্মিলনী দুর্ভোগ-দায় মিলনে স্থির চঞ্চলতর অঙ্গের আঙ্গিকে, কামনা ধূসর, চিৎকৃত বিলম্বে সহায়ক-ধর্মী রসায়নী কাব্যগ্রন্থে; সে বিদূর রোমন্থন, নশ্বর বাস্তবে কিছু বিবধ আমি --------- ------- খণ্ড খণ্ড হৃদ তাণ্ডবে......।। -- অরিজিৎ নন্দী (২৫ শে এপ্রিল, ২০১২ )