Skip to main content

Posts

Showing posts from October, 2011

RAJAR DAYBHAAR - 21ST OCTOBER, 2011

Rajar Daybhaar....   Chole geche, muche geche, Jaoar chilo, sudhu bolte bhule geche. Tobe keno firbo, Patar por pata bhorabo, Kichu sriti namok sonkramoke nijer Astittwo ta bilobo? Keno? Amar ghor nei bole, Kono mon-e thai nei bole? Ke boleche bhulte parina, Hascho, janona ami hingsro hate pari ki na? Tumi jare nisedh balo,ami --Sasti boli take, Janbeo ba kemon, royecho to nkhojer fake. Eka esechile mone khelte eka gelena keno tobe, Keno rekhe gele faltu manush kajon, --Amar kadhe hater bhir barabe bole. Sare teen litre, roj hay ardhek sesh, Tabu toiri hay protidin laal haye, -- Hajar dayebhare, ami amar majhe nishwesh..... --Arijit Nandi (21st October, 2011)

DAHONIK - 15TH OCTOBER, 2011

দাহনিক...   সে দৃশ্য দহনে জানিনে ছিল কতখানি প্রকাশ, নীরব কান্নায় ভুলে তবু দেখেছি আমায় নিয়ে উপহাস । কখনো ভিড়ে প্রশ্নখানি ছুঁড়ে, আজও ঘাসের উপর দুই হাঁটুতে চিবুকের আদর ---উত্তর অপেক্ষার ডাক । ঠিকানার ভুল বা তোমার তদন্তের ভিড়ে জেরবার, মন বলে ডেকেছিলাম কি যায় বা আসে তাতে, কোনও দিন তারই পরা ধোঁয়া আমায় কালি মাখাতে, ছুটবে আমার নিশান ধাওয়ায়, সমাজের ক্রোশ উপেক্ষায়; অন্ধ করে দৃষ্টি তোমার শরীর নামক বস্তু ---হাতড়াতে আবার । থামতে গেলে লাগে অনুমতি নিয়ম ভাঙার ভয়, কেউ ছন্দের অভাব বলে পুড়িয়ে দেবে এ কবিতার আর ক্ষয় । কেন শুধু ছায়া হয়ে পিছু আমার কেন তবে তাঁর বক্ষ নিরাকার ? কেন শূন্য গুপ্তধনের দ্বার, গর্ভের একি বিভীষিকা ---কেন এ আর্ত অঙ্গীকার ? কলমে কেন চলে শব্দ সে আমার জেদে, নিয়মে কেন বলবত তুমি বিস্মৃত অঙ্গ বিচ্ছেদে । ক্ষেদ শুধু দেওয়াল ঘড়ির মিছে কথা বলেছিল কেউ সে তো জানতনা আবর্তের মাঝে নেই ---তাঁর এগিয়ে চলার কেউ । লোভ তুমিও কেড়ে নিলে, ক্ষান্ত মরীচিকার আহ্বান ...... আজ দুচোখে দু-ফোঁটা রক্ত ---বি...

AMAR OBHISHEK - 4TH SEPTEMBER, 2011

আমার অভিষেক.... আমার ভাবনা দুখের ঘরে কাঙাল হয়ে ফেরে, আমার রাজা নিজের রাজ্যে নগ্নবেশে ঘোরে । আমার হৃদয় আবেগ ছেড়ে রক্তপাতের ধারায়, শব্দ কুড়ায় শেষ স্পন্দন অতৃপ্ত আবেদনময় । আমার আগুন আমায় শেষে পোড়ায় ঘুমের দেশে আমার আগামী আঙ্গুল তুলে আমার অভিষেকে হাসে...।।   --Arijit Nandi (4th September, 2011)

BANDHU AY - 21ST AUGUST, 2011

বন্ধু আয়....   হয়ত আজও তোর টিফিন খুলে, লুকোচুরি খেলা, ঘন্তা পরার আনন্দে তোর গলা জরিয়ে ধরা, ছুটির শেষে আনন্দের বেশে পাশের মাঠে দৌড়, কাটা ছেঁড়া পায়ে আমার তোর শৈশবের আদর, নরম সুরে কেদে উঠে জামা টানিস আমার, বেঞ্চের উপর একই সাথে শাস্তি ছিল দারুন... হঠাথ করে একদিন নতুন পোশাক পরে, খোলা হাঁটু ধেকে গেল, বড় হওয়ার টানে, নিষিদ্ধ কিছু আবেগ দূরে করে দিল, টিফিন তার বক্সে এখন একলা পরে রইল...।।   --Arijit Nandi ( 21st August, 2011)

RAKTOSNANER SRABON - 18TH AUGUST, 2011

রক্তস্নানের শ্রাবণ.... শ্রাবণ এসে চোখের কোণে, জমায় ভারি আবদার, কেমন তোকে নেব আমি, প্রানে বন্ধ যে দুয়ার । এলি যার হাত ধরে, ছেরে দিলি কেন, চিনে নিতাম সে পাষাণী, কেন সে জাগালো এ চণ্ডাল-এ কেন ছুঁলি নিষ্ঠুর দেহে, কেন চাইলি আবার আমার রক্তে স্নান-এর ভিক্ষা আমার-এ...।।   --Arijit Nandi ( 18th August, 2011)

AKASH CHOYA - 17TH AUGUST, 2011

আকাশ ছোঁয়া....    আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ী, আমি পারিনা ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারি...। মন খারাপ আমার, নানা অছিলায় তোকে ছুঁতে ঝাপ দিল, উঁচু বারান্দায়, তবু তুই স্বার্থপর বড্ড, আমায় দিলি সময় কিছু বরাদ্দ, আমি কি তবে আজও আকাশের গায়ে, বৃষ্টি হয়ে তোকে ছোঁয়ার দায়ে; আমার রইলনা আর ব্যাথা, সাব দিলাম তোকে যত অব্যাক্ত কথা...।।   -- Arijit Nandi ( August 17 , 2011)