Skip to main content

Posts

Showing posts from January, 2012

বিদ্যুৎ ঘাটতি - ১৪ই জানুয়ারি , ২০১২

বিদ্যুৎ ঘাটতি........ আমি জানি তোমার আয়োজন কম নয়, তবু মশারির ভেতরে রাতের অপেক্ষায় তোমার শরীরের ঘামের গন্ধ, আজ শুধুই যৌনতা মনে হয়...। তোরজোড়ে, বিড়ম্বনায়, সে মেকী; অশ্লীল বলতে তাকে ইচ্ছে হয় । কেন বলে ওঠ তুমি...। কেবলই অবাক হই, তোমার প্রশ্নবানে ভাবি একি তোমার বাৎসল্য আমার বুকে আঁচড় কেটে; চার দেওয়ালে ঢেকে তাকেই তো নিয়ে করি উল্লাস, যা নিষিদ্ধ, যা অন্যায় বলে ডাকে সবাই, যা ঘেন্না করে... আমার শিক্ষা, তবে কেন ঢাকি, আমার কামনা, কি বাধা মিলনে, কিছু শিখে রাখা অকারন শব্দে তাকে দূরে ঠেলে ?? কি ভুল ছুঁয়ে যদি দেখি তোমায় রোদের আলোর মাঝে, কি অন্যায় যদি তোমার ঠোঁটে খিদে পায়, ইট বালির স্তম্ভের বাইরে, আমার লজ্জা নিবারনের পোশাক খানি অনেক দামি, আমায় আদর দিয়ে ঢেকে রাখে, দেওয়ালের নেই প্রয়োজন, জানে সে আমায়; আর জানে ---- প্রাচীর প্রান্তে শুধুই নিষিদ্ধকরণের বিরোধিতা হয়, সেখানে রাত ঢেকে যতই হাত ধর, ভালবাসা...... বিদ্যুৎ ঘাটতি মনে হয়...।। -Arijit Nandi (14th Jan, 2012)

আকর - ৯ই জানুয়ারি ২০১২

আকর.... আকর দেখে লোভ হল ? কষ্টিপাথর মোড়া আছে তো রুমালে ? নাহলে এক মুহূর্ত, কিম্বা দীর্ঘ মৃত্যু, কামনাহীন বিষ দেবনা, অভিশাপ টাও ফুরিয়েছে.. ভয় তো বিছানা কামড়ে, পরে থাকা ক-গাছা চুলের আস্তরণে একান্তে "সনেট" লেখে, বাংলায়... আর চোখ দুটো, নির্লজ্জ, ছেঁড়া জামার অলিন্দে, তোমার রক্ত মাংসে করে ধর্ষণ... শাস্তি ?????? "তিনটে বাঁদর" কিনে সাজানো বইয়ের তাকে... মেখে নাও, আর আত্মশ্লাঘা ? এক মগ জলে ধুয়ে নিও...।। -Arijit Nandi (9th Jan, 2012)

দোকান-দ্বার - ৩ রা জানুয়ারি, ২০১২

দোকান-দ্বার... ঠকিয়ে নেওয়া খবর মেখে, -ফেলে রাখা ঠোঙা, উপুড় করেও মেটেনা ক্ষুধা স্বপ্নের মতই সে কাহিল... তবু বিশ্রী হয়ে ওঠা, জং ধরা -ঘড়ির ডায়াল-এ লেখা নাম, একদিন দেখা পাবো, কোন বহুতলের কুপ-এ। নিস্বঙ্গ অবেলার বাড়া ভাত, ডালের সাথে লজ্জা নিবারন, দুরন্ত ভুখ তবু না মেটে, সুখী থাকার কি দারুন অভিনয়। ওপারে তুমি রাজকন্যার বোকাসোকা ভাবে, আমি লড়ব, জিতব, আমার কপালের অভাবে... নিছক কাহিনী, জানি তবু মানি, হাজার বছর পরেও তা হলুদ পাতায় শুনি । বলাই তো যেত, আজ ধর্মঘট, দোকান বন্ধ, আমার বেচাকেনার মাংসের দলায় জমতনা দুর্গন্ধ... দীর্ঘকায় জামা জুড়ে, পোশাকি নামে আমি দিলাম দোকান বেচতে মন, আস্রয় ছিল, গাছের ওপরে উঁকি মেরে রোদের একটা রঙ, আঁকার ভুলে ফিকে । তবু টাটকা গরাদের বাক্সে ভরা যাচ্ছেতাই জমছে দুর্বোধ্য হিড়িকে... আসবে ? তবে এসো ? হাত বসিয়েছি দেখ, তুমি একাই রক্ত মেখে নিজেই সাজবে কেন কখনো আয়না ছেড়ে রঙ মুছে কীভাবে আত্মহত্যা হয়, সে কি জানো...... ?? -Arijit Nandi (3rd Jan, 2012)

DOKAN-DWAAR - 3RD JAN, 2012

Dokan-Dwaar.... Thokiye neoa khabor mekhe, -Fele rakha thonga, Upur kareo metena khuda, Swopner matoi se kahil.. Tobu bisri haye otha, jong dhora -Ghorir dial-e lekha naam, Ekdin dekha pabo, kono bohutoler kup-e. Niswango obelar bara bhaat, Daaler sathe lojja nibaron, Duranto bhukh tobu metena, Sukhi thakar ki darun obhinay, Opare tumi rajkonna-r boka shoka bhabe, Ami lorbo, jitbo, amar kopaler obhabe. Nichok kakhini, jani tobu mani Hajar bachor poreo tobu holud patay suni; Bolai to jeto, aj dharmoghot, dokan bandho Amar bechakenar mangsho dolay Jomtona durgandho. Dirghokay jama jure, poshaki name Ami dilam dokan bechte mon Asroy chilo, gacher opore unki mere Roder ekta rong, ankar bhule fike, Tobu tatka gorader bakshe bhora Jachchetai jomche durboddho hirike.. Asbe? Tobe eso? Haat bosiyechi dekho, Tumi ekai rokto mekhe nijei sajbe keno Kakhono ayna chere rong muche Kibhabe attohatya hay, se ki jano....???? -Arijit Nandi (3rd Jan, 2012)